এবিএনএ : দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করে উন্নত, সুখি-সমৃদ্ধ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (২১ জুন) সচিবালয়ে কুমিল্লা, চাঁদপুর এবং ভোলা জেলা পরিষদের নব-নির্বাচিত তিন সদস্যকে শপথ বাক্য পাঠ শেষে তিনি এ আহবান জানান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। নব নির্বাচিত সদস্যরা হলেন- কুমিল্লা জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের ১২ নং সদস্য মো. জাকির হোসেন এবং ভোলা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান।
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জেলা পরিষদ আইন ২০০০’ সংশোধন করে জেলা পরিষদকে অধিকতর জনকল্যাণমুখী ও যুগোপযোগী করে এর কাঠামো অত্যন্ত শক্তিশালী করেছেন। তিনি বলেন, জেলা পরিষদ দেশের অবকাঠামো উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে সরকারের নেওয়া ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের জেলা পরিষদগুলোকে আরও বেশি জনবান্ধব এবং উন্নয়নমুখী করতে জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে একযোগ হয়ে কাজ করারও আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।
Share this content: