এবিএনএ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১ টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
জেলা প্রতিনিধিরা জানিয়েছে, কুড়িগ্রামে মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রংপুরে দুপুর ১টা ৫০ মিনিটে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে ভূমিকম্পে। আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।