আমেরিকালিড নিউজ

ট্রাম্পের রসিকতা! (ভিডিও)

এবিএনএ : যুক্তরাষ্ট্রে করোনা বিশেষজ্ঞ ডা. ডেবোরাহ বিরস্ক সংবাদ সম্মেলন করছিলেন সপ্তাহান্তে। এ সময় তার ডানদিকে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ডেবোরাহ বলেন, সপ্তাহান্তে তার হাল্কা জ্বর হয়েছিল। এটা শুনেই ‘উহ-ওহ’ বলেই রসিকতা করে তার থেকে দূরে ছিটকে যান ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোতে গুরুত্ব দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-এর মার্কিন সংস্করণে এ নিয়ে বলা হয়, ডা. ডেবোরার জ্বর হলেও তিনি সংবাদ সম্মেলনে জানান পরীক্ষায় তার করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনা সংক্রমিত নন। সোমবার তিনি হোয়াইট হাউজের কাছেই সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন।

https://youtu.be/74MKYN2MNv4?t=39

Share this content:

Back to top button