এ বি এন এ : শিক্ষার্থীরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়াতে না পারে সেজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন আলাদাভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে আবদুল হামিদ তাদের এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষকে শিক্ষার মান ঠিক রাখার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা করতে পারে।
তিনি বলেন, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন, যাতে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়াতে না পারে।