
এবিএনএ: অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দেওয়া ঠেকাতে তাদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা নতুন বইতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যে প্রাচীর নির্মাণ করা হবে সেটি বিদ্যুতায়িত এবং সীমান্তের কাছে পরিখা খনন করে তাতে সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণি রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প।
মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। ইতোমধ্যে প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। এর জন্য পেন্টাগন ৩৬০ কোটি ডলারের সামরিক বরাদ্দ দিয়েছে। ব্যক্তিগতভাবে ট্রাম্প তার সহযোগীদের সীমান্ত পাড়ি দেওয়ার সময় অভিবাসীদের পায়ে গুলি করার কথা বলেছিলেন। তবে সহযোগীরা তাকে জানান, এটা পুরোপুরি অবৈধ হবে।
বইটিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট মজবুত সীমান্ত প্রাচীর নির্মাণের কথা বলতেন যেখানে প্রাচীরের কাছে পরিখা খনন করা থাকবে। এতে সাপ বা কুমির রাখা থাকবে। এর জন্য তিনি খরচের হিসাব চেয়েছিলেন সহযোগীদের কাছে। তিনি দেয়ালকে বিদ্যুতায়িত করতে চেয়েছিলেন, যার শীর্ষে ঝুলে থাকবে মানবপিন্ড।’
Share this content: