এবিএনএ: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে নেমে প্রথম সেশনেই তিন উইকেট হারিয়েছে সফরকারী আফগানিস্তান। স্বাগতিকদের পক্ষে তাইজুল ইসলাম দুটি ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি উইকেট তুলে নিয়েছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৭৭ রান। ৩১ রানে ব্যাট করছিলেন রহমত শাহ।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের। ব্যক্তিগত ৯ রানে তাইজুলের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ইহসানুল্লাহ জানাত। দ্বিতীয় আঘাতও হানেন তাইজুলই। দলীয় ৪৮ রানের মাথায় ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেশের পক্ষে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান এই বামহাতি স্পিনার। এটি তাইজুলের ২৫তম টেস্ট ম্যাচ। সাকিব আল হাসান নিজের ২৮তম টেস্টে ১০০ উইকেটের দেখা পেয়েছিলেন। বিরতিতে যাওয়ার আগে শেষ আঘাত হানেন দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন হাসমতউল্লাহ শাহিদি।
Share this content: