আন্তর্জাতিক

তুরস্কে দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের শঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

এ বি এন এ : দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা রয়েছে তুরস্ক জুরে। আর সে কারণেই দেশটিতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান।
জরুরি অবস্থা ঘোষণার সময় এরদোগান আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবন থেকে বলেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের নাক না গলানো উচিত হবে না। এ সময় তিনি আবারো বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা সকল ভাইরাস দূর করা হবে।
এরই মধ্যে তুরস্ক সেনাবাহিনী থেকে ১০ হাজার সৈন্যকে বরখাস্ত ও এর অধিকাংশদের গ্রেফতার করা হয়েছে। বিচারক ও সরকারি কর্মকর্তা মিলিয়ে আরো প্রায় ৩৫ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশেষত শিক্ষা খাত থেকে ১৫ হাজার জনকে বরখাস্ত করার পর বর্তমানে বন্ধ রয়েছে ৬০০ টির বেশি স্কুল।
এরদোগান নিজেও বর্তমানে ইস্তাম্বুলের বাহিরে যাচ্ছেন না। ধারণা করা হচ্ছে আরো একটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার কথা জানতে পেরেই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button