এবিএনএ : ভুলে যাওয়ার মতো একটি সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অবশ্য এই যাত্রার শুরুটা ছিল ভয় জাগানিয়া। শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিল বাংলাদেশ দলের। যথাসময়ে সবাই বোর্ডে উঠলেও ছাড়ছিল না বিমান। একটা সময় পাইলট জানান বিমানের বাম পাশের পাখায় ত্রুটি দেখা দিয়েছে। এরপর বিমান থেকে সবাইকে নামিয়ে নেওয়া হয়। নতুন করে একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়। সেই ফ্লাইটে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে মুশফিক-তামিমরা।
যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘণ্টা বিলম্ব হয়। এরপর ৩ ঘণ্টা ৫ মিনিট ভ্রমণের পর বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। বিমানটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ছিলেন।
Share this content: