এ বি এন এ : ঢাকার ছবিতে আলো ছড়াতে চান টলিউডের নবাগতা জ্যাস সরকার। কলকাতার একটি সুন্দরী প্রতিযোগীতার মাধ্যমে আলোচনায় আসা জ্যাস এমনটাই জানালেন। জাসের পড়াশোনা বাংলাদেশের দিনাজপুর ঘেষা, হিলি সীমান্তের ওপারের দক্ষিণ দিনাজপুরের একটি বিশ্ববিদ্যালয়ে। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে মাস্টার্সে অধ্যয়নরত জাস-এর বাংলাদেশের প্রতি আগ্রহটা যেন একটু বেশিই। গতকাল রাজধানীর এফডিসিতে কালের কণ্ঠকে এ কথাই জানালেন জাস। সুযোগ পেলে নিয়মিত এদেশের চলচ্চিত্রে কাজ করে যাবেন বলেও আগ্রহের কথা জানান। মঙ্গলবার রাতে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে রফিক শিকদার পরিচালিত ‘আমি শুধু তোর হবো’ চলচ্চিত্রের শুভ মহরতের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আসা জ্যাস সরকার। ‘আমি শুধু তোর হবো’ চলচ্চিত্রে জ্যাস একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে তাকে দেখা যাবে একজন ব্যারিস্টার চরিত্রে। ধর্ষণ মামলায় ফেঁসে যাওয়া নায়ক ‘অমিত’কে আইনি সহায়তা দেবেন তিনি। জাস কলকাতার একটি ছবিতে অভিনয় ছাড়াও ‘বেদেনী মলুয়ার কথা’ ও ‘দুগগা দুগগা’ নামের দুটি টেলিসিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছেন। যদিও আর খুব বেশিদিন নেই সে অধ্যায় শেষ হয়ে যাবার। রফিক শিকদারের এই চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করবেন নিরব ও মম। জ্যাস বলেন, আমাকে যখন বলা হলো চরিত্রটির কথা তখন ভেবে দেখলাম এটা একটা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ পার্ট। কেন না নায়ককে মিথ্যে ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। পুরো দেশে নায়কের বিরুদ্ধে চলে যায়। সেখান থেকে এভিডেন্স দিয়ে পজেটিভ ধারণা তৈরি করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে। এখানে আমার দিকে দর্শকদের মনোযোগ থাকবে। তাই মিল্টন ভাই যখন আমাকে অফার দিলেন আমি না করলাম না। সুন্দরী প্রতিযোগীতার একটি ইভেন্টে বাংলাদেশে প্রথম কেমন লাগছে? জ্যাস বলেন, এই দেশে যে আমি প্রথম এসেছি এটা আমার কাছে মনেই হচ্ছে না। মনে হচ্ছে সব আমার পরিচিত। আর তাছাড়া আমার পড়াশোনা একেবারে বাংলাদেশ সংলগ্ন একটা বিশ্ববিদ্যালয়ে। স্বাভাবিকভাবে বাংলাদেশের কালচারটা সম্পর্কে কিছুটা ঘ্রাণ আগেই পেয়েছি। তবে সুযোগ পেলে এদেশে আমার নিয়মিত যাতায়াত থাকবে।