এবিএনএ : বৃটিশ ট্যাংকার আটক করায় ইরানকে হুঁশিয়ারি বার্তা দিয়ে সৌদি আরব বলেছে, ইরান যা করেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ইরানকে এখনই উচিৎ শিক্ষা দিতে হবে।
বিষয়টিকে সৌদি আরব আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করেছে। একইসঙ্গে অবিলম্বে ইরানকে বৃটিশ ট্যাংকার ছেড়ে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, ইরান যা করেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ইরানকে এখনই উচিৎ শিক্ষা দিতে হবে।
নিজেদের জলসীমায় বৃটিশ ট্যাংকার প্রবেশের অভিযোগে সেটিকে আটক করেছে ইরানের রেভ্যুলুশনারি বাহিনী আইআরজিসি। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের পর বৃটেনের সঙ্গেও সম্পর্কে টানাপড়েন চলছে ইরানের। এ নিয়ে দু দেশের মধ্যে চলছে বিবৃতি-পাল্টা বিবৃতি। তারইমধ্যে বৃটেনের পক্ষ নিয়ে ইরানকে এমন হুঁশিয়ারি বার্তা দিলো সৌদি আরব। এর আগেও গত মাসে সৌদি বাদশাহ সালমান ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণে আরব রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।