এ বি এন এ : বাংলাশের সাম্প্রতিক জঙ্গী হামলাসহ সাম্প্রদায়িক কর্মকাণ্ডে নিউইয়র্কের প্রগতিশীলরা প্রতিবাদ অব্যাহত রেখেছেন। রবিবার ( ১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রগতিশীলদের নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা আয়োজন করে ‘রুখবোই জঙ্গীবাদ, মানবতা হার মানে না’ র্শীষক ‘হৃদয়ে আঁকি বাংলাদেশ’ প্রতিবাদ কর্মসূচি।
এ দিন প্রতিষ্ঠিত চিত্রশিল্পীরা ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশের মানচিত্রের একটি বাউন্ডারি তৈরি করেন। ব্যতিক্রমী প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি তরুণ প্রজন্ম থেকে শুরু করে এসেছিলেন অশীতিপর বৃদ্ধ। প্রতিবাদী গান আর কবিতার মধ্য দিয়ে তারা মানচিত্রে রঙ ছড়িয়ে দিয়ে প্রতিবাদ করেছে। এ সময় জঙ্গীবাদকে ঘৃণার বাক্য ছুড়ে দিয়েছেন তারা।
এতে শোকবার্তা পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন। বক্তব্য দেন বেলাল বেগ, নাট্যকার কাজী আরিফ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাংবাদিক হাসান ফেরদৌস, শীতাংশু গুহ, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, সাপ্তাহিক বর্ণমালা স¤পাদক মাহফুজুর রহমান, আবিৃতিশিল্পী কাজী আরিফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ফাহিম রেজা নূর, গোপাল স্যান্যাল, ঢাকা থেকে আগত নাট্য নির্দেশক আলম বকুল প্রমুখ।
কার্যক্রম শুরুতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ। মানচিত্রে তুলিতে আঁচড় দিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তাজুল ইমাম, গোপন সাহা ও স্বীকৃতি বড়ুয়া ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, ঠিকানা সম্পাদক লাবলু আনসার, প্রখ্যাত চিত্রশিল্পী মুতলব আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, অভিনেত্রী নায়লা আজাদ নূপুর, সঙ্গীতশিল্পী-অভিনেতা মাহমুদুল হক দুলু, সরাফ সরকার, সুব্রত বিশ্বাস, সাপ্তাহিক বাংলা টাইমস সম্পাদক সনজীবন সরকার, মোর্শেদা জামান, নবেন্দু দত্ত, নাট্যাভিনেত্রী হোসনে আরা, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা জে এ জয়, তৈয়বুর রহমান টনি, মিনহাজ আহমেদ, বিশ্বসাহিত্য কেন্দ্র নিউইয়র্কের মাহফুজা হাসান, মিল্টন আহমেদ, সাবিনা হাই উর্বি, কান্তা আবির, নুসরাত তন্বী, প্রতিমা সরকার, সৈয়দ আদনান, শুভ রায়, গোপন সাহা প্রমুখ।