
এবিএনএ : বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। সাউদাম্পটনে ইতিমধ্যে টস হয়েছে। টস জিতেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইবও অবশ্য টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে।
ভারতের একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে পড়া পেসার ভুবনেশ্বর কুমারের পরিবর্তে মোহাম্মদ শামি এসেছেন একাদশে। অন্যদিকে আফগানিস্তান দলে দুটি পরিবর্তন এসেছে। হজরতুল্লাহ জাজাই ও আফতাব আলম একাদশে এসেছেন। বাদ পড়েছেন নুর আলী জাদরান ও দাওলাত জাদরান।
৪ ম্যাচের ৩টিতে জিতে ও ১টিতে পয়েন্ট ভাগাভাগি করে ভারত পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ৫ ম্যাচের ৫টিতেই হেরে আফগানিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
ভারতের একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদার জাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তানের একাদশ : হজরতুল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলীখিল, রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।
Share this content: