আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
মানবতাবিরোধী অপরাধ ৩ জনের ফাঁসির আদেশ, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

এ বি এন এ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুরের আট আসামির মধ্যে তিনজনকে ফাঁসির আদেশ ও পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর মধ্যে প্রমাণিত ২ নম্বর অভিযোগে আসামি মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারীকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এরা সবাই পলাতক রয়েছেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী,শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, হারুন ও মো. আবুল হাশেম। এর মধ্যে শামসুল ও ইউসুফ আলী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাটের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই আট আসামির বিরুদ্ধে।
যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।
Share this content: