
এবিএনএ : লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের লড়াই। আর ওই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
তাই প্রথমে ব্যাট করতে নামবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। আর তাদেরকে হারিয়ে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে গত চার মাস আগে তাদের সাথে অনেকটা বাজেভাবে হেরেছে টাইগাররা। তখন খেলা ছিলো নিউজিল্যান্ডের নিজেদের মাটিতে। কিন্তু এখন আর সেই হোম গ্রাউন্ডের কন্ডিশন নেই।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশেকে হারানো নিউজিল্যান্ডের বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেই তা জানান দিয়েছে।
এদিকে বাংলাদেশ একাদশে কোনো রকম পরিবর্তন ছাড়াই খেলতে নামবে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যবহৃত উইকেটে খেলা ও তাদের ব্যাটিং অর্ডারে বেশ কজন বাঁহাতি দেখে অফ স্পিনে বাড়তি বিকল্প হিসেবে নেওয়া হয়েছিল মোসাদ্দেক হোসেনকে। নিউজিল্যান্ডের সম্ভাব্য ব্যাটিং অর্ডারেও প্রথম ছয়জনের মধ্যে তিন জন বাঁহাতি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মোসাদ্দেকের অফ স্পিনও তাই কাজে লাগাতে চায় দল। অন্যদিকে অপরিবর্তিত নিউজিল্যান্ড একাদশও।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দল:
মার্টিন গাপটিল, কলিন মানরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Share this content: