জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের হবে: খালিদ মাহমুদ

এবিএনএ : ঈদে ঘরমুখো মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঈদে যাত্রী ও যানবাহন পারাপারের লক্ষে পাটুরিয়াসহ সব ঘাটে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এবার ঈদে নিরাপদে ও স্বাচ্ছন্দে যাত্রীরা পারাপার হতে পারবে।

বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরিঘাটগুলোকে উপযোগী করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রার জন্য ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। নৌপথকেও সচল রাখা করা হয়েছে। খালিদ মাহমুদ বলেন, নৌপথগুলো সচল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। নৌপথ ছাড়া মহাসড়কও যেন যানজট মুক্ত থাকে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতায় এবারের ঈদযাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতিহারে আমার ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতে নৌপথগুলো সুগম করার জন্য আরও বড় ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রনয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, বিআইডব্লিউটিসির ডিজিএম আজমল হোসেন উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফেরিতে চড়ে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট পরিদর্শনে যান। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে ১৬টি ফেরি চলাচল করলেও ঈদের কারণে ফেরির সংখ্যা আরও চারটি বাড়ানো হয়।

Share this content:

Related Articles

Back to top button