বাংলাদেশরাজনীতিলিড নিউজ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ এরশাদের

এ বি এন এ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে বিমানযোগে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন। এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব:) খালেদ আখতার, ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন ও আসিক আমিন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানে পার্টির নেতা-কর্মীদের সাথে সাংগঠনিক সভায় মিলিত হবেন এবং আগামী ২৩ জুলাই দেশে ফিরে আসবেন।

Share this content:

Back to top button