এবিএনএঃ নরেন্দ্র মোদির জয় এ অঞ্চলের জন্য মঙ্গল বয়ে আনবে না। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টি নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী। বক্তব্যে তিনি বলেন, বিজেপি প্রধান নরেন্দ্র মোদি পৃথিবীর সামনে ভারতের এক ভয়ংকর রূপ প্রদর্শন করেছেন। তার ডানপন্থি দল বিজেপি ও মোদি নিজেও ধর্মান্ধদের থেকে সুবিধা পেতে সবসময় সন্ত্রাসবাদে উৎসাহ যুগিয়ে গেছেন। এ খবর দিয়েছে পাকিস্তান টুডে।
বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয় নিশ্চিত হওয়ার পর এমন মন্তব্য করেন হিনা রাব্বানী। পাকিস্তানের স্বার্থে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও কথা বলেন তিনি। এ নিয়ে ভারতের অবস্থান কেমন হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালের থেকেও বড় ধরণের জয় পেতে যাচ্ছে বিজেপি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪৩ আসনের ৩৪০ আসনে এগিয়ে আছে নরেন্দ্র মোদির নেতৃত্বে থাকা দলটি।