বিনোদনলিড নিউজ

রমজানে বিকিনি পরা কারিমির ভিডিও পোস্ট, নিন্দার ঝড়

এবিএনএঃ পরনে লাল-নীল চেকের বিকিনি। বাতাসে উড়ছে মাথার এলো চুল। ভাসছে আবেদনময় শরীর। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। এমন দৃশ্যের ভিডিও করছেন মানদানা কারিমি নিজেই। তারপর তা শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

কিন্তু বিপত্তি বেঁধেছে অন্যখানে। এই বলিউড অভিনেত্রীর হয়তো মাথায় ছিল না- এটি রমজান মাস। বিষয়টি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে লাগতে পারে। সুতরাং, যা হবার তাই হলো। ইন্টারনেটে যেন আগুন ধরল। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠল নিন্দার ঝড় উঠল।

সবাই যে নিন্দা করেছে তা নয়। অনেকে তার ফিটনেস রক্ষার রহস্য সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তবে অনেকে রমজান মাসের পবিত্রতা নষ্ট করার অভিযোগে নিন্দার ঝড় তুলেছে। এই মাসে বিকিনি পরার জন্য তিরস্কার করতে শুরু করেছে তারা।

‘ভাগ জনি’ ছবি দিয়ে ২০১৫ সালে বলিউডে পা রাখেন এই সাবেক বিগ বস ৯-এর প্রতিযোগী। ২০১৭  সালে ভারতীয় ব্যবসায়ী গৌরব গুপ্তকে বিয়ে করেন তিনি। তবে বিচ্ছেদও ঘটে একই বছর।

Share this content:

Related Articles

Back to top button