এবিএনএঃ বলিউড গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে এখন সংসার করছেন তিনি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-২০১৯ প্রদানের জমজমাট আসরে লালগালিচায় হাটেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন স্বামী নিকও। এমন মঞ্চে প্রিয়াঙ্কার সাজ সবারই নজর কেড়েছে। দামি পোশাক আর গয়নায় দেবীরূপেই আবির্ভূত হয়েছিলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার ওই সাজের জন্য কত টাকা ব্যয় হয়েছে জানেন? চমকে যাওয়ার মতো তথ্য।আন্তর্জাতিক প্রকাশনা পেজ সিক্স ডটকমের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণে বলা হয়েছে, ওই দিনের এক সাজেই পোশাক আর গয়না মিলিয়ে এক কোটি ৮০ লাখ রুপিরও বেশি খরচ হয়েছে প্রিয়াঙ্কার। বাংলাদেশের মুদ্রায় যা দুই কোটি ১৯ লাখ টাকার বেশি।
প্রতিবেদনে আরও জানানো হয়, প্রিয়াঙ্কার সেই দিনের হীরকখচিত কানের দুলের মূল্য পাঁচ হাজার ৬০০ মার্কিন ডলার, ম্যাচ করে পরা ব্রেসলেটের মূল্য ১২ হাজার মার্কিন ডলার। গলায় পরা টিফানির লকেট বলটির মূল্য ১১ হাজার মার্কিন ডলার, ভিক্টোরিয়া লাইন নেকলেসটির মূল্য ৫৫ হাজার মার্কিন ডলার ও হীরার নেকলেসটির মূল্য এক লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।
সে দিন আঙুলে তিনটি আংটি পরেছিলেন প্রিয়াঙ্কা। টিফানি টি-ওয়্যার রিংয়ের মূল্য দুই হাজার ৩০০ মার্কিন ডলার, টি টু চেইন রিংয়ের মূল্য ৮৫০ মার্কিন ডলার ও সাদা সোনায় মোড়া টি-ওয়্যার রিংয়ের মূল্য ৮২৫ মার্কিন ডলার। ন্যুড পিভিসি স্যান্ডেল জোড়ার মূল্য ৫০ হাজার রুপি। আর তার ব্যাগের দাম ছিল তিন হাজার ৬২০ মার্কিন ডলারেরও বেশি।