এবিএনএ: ঢাকাই সিনেমার ‘গ্ল্যামার গার্ল’ বলা হয় পরীমনিকে। রূপে, গুণে ও অভিনয়ের দক্ষতার কারণে পরী অল্প ক’দিনেই হয়ে উঠেছেন জনপ্রিয় শিল্পীদের একজন। শুধু তাই নয়, পরী যখন সিনেমায় নাম লিখান তখন থেকেই কোনো না কোনো কারণে ছিলেন খবরের শিরোনামে। ছবি মুক্তির আগেই এই নায়িকা চুক্তিবদ্ধ হন ১৮টি ছবিতে, যা ঢাকাই সিনেমার ইতিহাসে আগে দেখা যায়নি।
নতুন ছবিতে পরীর দেখা না মিললেও, সরব আছেন টেলিছবি ও বিজ্ঞাপনে। তবে তার চেয়েও বেশি সরব আছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। একের পর এক ছবি প্রকাশ করে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই অভিনেত্রী। শুধু নিজের ছবিই নয়, পরী ইদানিং তার তোলা ছবি প্রকাশ করেও হয়েছেন প্রশংসিত। পরীর তেমনই কিছু ছবি দৈনিক আমাদের সময় অনলাইন-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-