বিনোদনলিড নিউজ

নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদ?

এবিএনএ: গত বছর ডিসেম্বরে ধুমধাম করে বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। কিন্তু বিয়ের ছয় মাস না পেরুতেই গুঞ্জন উঠেছে—বিবাহ বিচ্ছেদ হচ্ছে এ জুটির।
নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ করে একটি ব্রিটিশ ট্যাবলয়েড। একটি সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়—কাজ, পার্টি, একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে সবকিছু নিয়েই প্রিয়াঙ্কা-নিকের মধ্যে ঝগড়া চলছে। বিয়ে নিয়ে তারা খুব তাড়াহুড়ো করে ফেলেছে, এজন্য তারা এখন চড়ামূল্য দিচ্ছে। তাদের বিয়ে এখন খুব ঠুনকো অবস্থায় টিকে আছে।
সূত্রটির দেয়া তথ্যমতে, বিয়ের সময় নিক জোনাস মনে করতেন প্রিয়াঙ্কা খুবই ভালো এবং জীবনসঙ্গী হিসেবে খুবই বন্ধুত্বপূর্ণ। কিন্তু নিক এখন প্রিয়াঙ্কার অন্যরূপ দেখতে পাচ্ছেন। তাকে এ অভিনেত্রী সব বিষয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এছাড়া খুব দ্রুত প্রিয়াঙ্কার মাথা গরম হয়ে যায়, যেটি বিয়ের আগে নিক জানত না।
তবে প্রিয়াঙ্কার টিম ভারতীয় একাধিক মিডিয়ায় জানিয়েছে, এ গুঞ্জন মিথ্যা ও বানোয়াট।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিকের সঙ্গে ছবি পোস্ট করছেন প্রিয়াঙ্কা। ধারণা করা হচ্ছে, বর্তমানে বেশ ভালো সময়ই পার করছেন এ জুটি। এছাড়া কয়েকদিন আগে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন জোনাস ব্রাদার্স। প্রিয়াঙ্কা-নিক ছাড়াও জোনাস ব্রাদার্সের অপর দুই সদস্য কেভিন ও জো জোনাসের সঙ্গে তাদের দুজনের সঙ্গী ড্যানিয়েলে জোনাস ও সোফি টার্নারকেও দেখা গেছে। শুধু তাই নয়, সম্প্রতি প্রিয়াঙ্কাকে কোটি টাকার গাড়িও উপহার দিয়েছেন নিক।
প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা দ্য স্কাই ইজ পিঙ্ক। সিনেমাটি পরিচালনা করেছেন সোনালি বোস। এতে আরো অভিনয় করছেন—ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Share this content:

Related Articles

Back to top button