জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজধানীতে বাস কম, ভোগান্তিতে নগরবাসী

এবিএনএ: রাজধানীতে আবারও নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দিন শেষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এই ঘোষণার পর বুধবার ভোর থেকে নগরীর বিভিন্ন সড়কে তেমন বাস নামেনি। অল্প কিছু বাস রাস্তায় নামলেও সেগুলোতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে চলাচলকারীদের। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়েও গণপরিবহন কম থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমায় কর্মরত হাজার হাজার মানুষকে। অতিরিক্ত ভিড়ের কারণে বাসে উঠতে পারছেন না অনেকে। অনেকে রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ভেঙে ভেঙে অফিসে যাচ্ছেন। কিন্তু চাহিদার তুলনায় এসব যানবাহনও কম।

Share this content:

Related Articles

Back to top button