জাতীয়বাংলাদেশলিড নিউজ

মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

এবিএনএ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণে সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে ১ মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে বরগুনা জেলার আমতলী পৌরসভা এবং ঝিনাইদহ জেলার কালিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের জন্য সেখানেও মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এই পদ শূন্য হয়। উত্তরের এই শূন্য পদে দলীয় প্রতীকে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

Share this content:

Back to top button