
এবিএনএ: মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় পাচগাও মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বাগেরহাট জেলা আ.লীগের সভাপতি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন বলেন, প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করতে হলে সকলে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় অর্জন করাতে হবে। গ্রামের সাধারণ মানুষের ভার্গ্যর পরিবর্তন আনতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আ.লীগের উপ কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, জেলা আ.লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, আ.লীগ নেতা সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, ডা. মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ নেতা লায়ন সামছুল আলম, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের পরিচালক সনজিব রায় এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্ধা সেতু নির্মাণ বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের অব্যাহত রাখবেন।
Share this content: