এ বি এন এ : আসলেন, খেললেন, জিতালেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম অভিষেকে টুনার্মেন্টে শিরোপা জয় করে ফিরলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতে প্রায় ৫৫ দিন পর গতকাল রাত ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন মুস্তাফিজুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুস্তাফিজকে অভ্যর্থনা জানা বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাদের জাতীয় বীর।’ মুস্তাফিজকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার কথাও জানিয়ে দিলেন মন্ত্রী।
বিমানবন্দরে রাত পৌনে ১১টা পর্যন্তও আনুষ্ঠানিকতা সারছিলেন মুস্তাফিজ। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা সেড়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হন মুস্তাফিজ। এখন কেমন লাগছে? এমন প্রশ্নে শুরুতেই বললেন, ‘এখন কেবলই বাবা-মাকে মনে পড়ছে।’
প্রথম আইপিএলের গিয়েই শিরোপা জিতে কেমন লাগছে?এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘ভালো লাগছে বেশ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে পেরেছি- এতেই বেশ ভালো লাগছে।’
তিনি আরও যোগ করলেন, ‘এটা তো কেবল শুরু। আমি এখনো শিখছি। ভবিষ্যতেও শিখব।’
পায়ের চোটের অবস্থা নিয়ে মুস্তাফিজ জানালেন, ‘পায়ের চোটটা আছে। আগে বিসিবিতে যোগাযোগ করব। ওখানে চিকিৎসক কী বলে তা জানব। এর পরই পরিকল্পনা করব।’
ইংরেজি ভাষা বলতে না পারায় ভারতে অনেক সমস্যার মুখে পরতে হয়েছে মুস্তাফিজকে। কিন্তু তাতে কি মুস্তাফিজ বোঝে কেবল ক্রিকেটের ভাষা। এই নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘খুব ভালো লেগেছে অনেকেই আমার কাছে এসেছেন বাংলা শেখার জন্য। আমি তো কেবল বাংলা আর ক্রিকেটের ভাষা বুঝি। আর অন্যরা আমার কাছে বাংলাও শিখতে চেয়েছে।’