খেলাধুলালিড নিউজ

মুশফিকের ডাবল সেঞ্চুরি

এবিএনএ: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে জাকিয়ে বসেছে বাংলাদেশ। দলের হয়ে দারুণ এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ৪৭০ রান তুলেছে। আগের দিন ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান তোলে মুশফিক-মুমিনুলরা।

প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিক। দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এরপর ব্যাট করে যাচ্ছেন তিনি। তার সঙ্গে ক্রিজে আছেন মেহেদি মিরাজ। তিনি ৪০ রানে ক্রিজে আছেন। তার আগে অধিনায়ক মাহমুদুল্লাহর ৩৬ রান করে ফিরে যান। এর আগে প্রথম দিনে মুমিনুল হক খেলেন ১৬১ রানের দারুণ এক ইনিংস।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। ওপেনার লিটন দাস করেন ৯ রান। ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন শূন্য রানেই ফিরে যান। সেখান থেকে চতুর্থ উইকেটে ২৭৬ রানের জুটি গড়েন মুমিনুল ও মুশফিকুর। সেঞ্চুরি পান দুই ব্যাটসম্যানই। ওই তিন উইকেট নিয়েই প্রথম দিন শেষ করতে পারতো বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

বাংলাদেশ দল এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় টেস্টের দলে মুস্তাফিজের সুযোগ পাওয়া অনুমিত ছিল। তিনি ফিরেছেন দলে। সঙ্গে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার খালেদ আহমেদের অভিষেক হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এছাড়া প্রথম টেস্টের দলে থাকা পেসার আবু জায়েদ ও স্পিনার নাজমুল ইসলাম নেই দলে।

Share this content:

Related Articles

Back to top button