আন্তর্জাতিকলিড নিউজ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বরখাস্ত, ক্ষমতায় রাজাপাকসে

এবিএনএ: শ্রীলঙ্কার নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহকে বরখাস্ত করে বিরোধীদলীয় নেতা মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল শুক্রবার সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে এ ঘোষণাটি আসে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দেশের দক্ষিণাঞ্চলে সফরে থাকা অবস্থাতেই বিক্রম সিংহে বরখাস্ত হওয়ার খবর পান।ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনএফ) এ নেতা প্রেসিডেন্টের আদেশ মানতে অস্বীকার করে বলেন, ‘আমার এখনও সংখ্যাগরিষ্ঠতা আছে। আমি এখনও প্রধানমন্ত্রী এবং আমি এ দায়িত্ব চালিয়ে যাব।’একমাত্র সংসদই তাকে প্রধানমন্ত্রীর পথ থেকে সরাতে পারবে বলে দাবি করেছেন বিক্রম সিংহ। এ বিষয়ে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে রাজাপাকসে ‘ক্ষমতাচ্যুত’ বিক্রম সিংহকে ‘জনগণের রায়’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভাও বাতিল হয়ে যায়। রাজাপাকসে এখনও তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেননি।এ ঘটনার পর অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা বিবিসিকে বলেছেন, ‘এটি একটি গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। তাই এখনও রনিলই প্রধানমন্ত্রী।’এদিকে প্রেসিডেন্ট সিরিসেনা ও নব্য ঘোষিত প্রধানমন্ত্রী রাজাপাকসের দলের মিলিত আসনের চেয়ে বিক্রম সিংহের আসন সংখ্যা এখনও ১১ বেশি। পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া বলেছেন, সাংবিধানিক নিয়মকানুন দেখেই শনিবার তিনি রাজাপকসেকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনা ২০১০-১৪ শাসনামলে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের অধীনে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করতে রনিল বিক্রম সিংহের সঙ্গে জোট গঠন করেন তিনি। রনিল বিক্রম সিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Share this content:

Related Articles

Back to top button