বিনোদনলিড নিউজ

এবার বলিউডে পূজা চেরি

এবিএনএ: ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নতুন জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি তাদের প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। এবার তারা দু’জনই জুটি বেঁধে অভিনয় করবেন বলিউড সিনেমায়। চলচ্চিত্রটির নাম ‘জ্বলন’। এমনটাই জানালেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, ‘সিয়াম ও পূজা আমাদের ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় এক জুটি। এবার বলিউডে কাজের সুযোগ পেয়েছে। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবির নাম জ্বলন। ছবিটি পরিচালনা করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।’
সিয়াম বলেন, ‘প্রথম সিনেমায় অভিনয় করে যে সাড়া পেয়েছি তার জন্য আমি সবার কাছেই কৃতজ্ঞ। সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। প্রথম সিনেমার সাফল্যের পর সেই স্বপ্ন নতুন করে সাজাই। বলিউডের ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের বড় একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুটিংয়ের জন্য মুম্বাই যাবো।’
পূজা চেরি বলেন, ‘এটা সত্যি ভীষণ ভালোলাগার যে, আমি আর সিয়াম বলিউডে জুটি বাঁধতে যাচ্ছি। এই ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত আমি। যতদূর জানি, মুম্বাইতে শুটিং হবে ছবিটির। শিগগিরই কাজে অংশ নেওয়ার জন্য মুম্বাই যাবো।’
এই জুটির দ্বিতীয় চলচ্চিত্র দহন। এটিও এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। চলচ্চিত্রটি ১৬ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে।

Share this content:

Back to top button