জাতীয়বাংলাদেশলিড নিউজ

শপথ নিলেন বরিশালের মেয়র সাদিক

এবিএনএ: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেন মেয়র। পাশাপাশি কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ খান। বরিশাল সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট। এদিকে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে মঙ্গলবার।

Share this content:

Related Articles

Back to top button