
এবিএনএ: পর্দায় কাজ করেন না পাঁচ বছর। শেষবার ২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর ঘরে প্রতিযোগীর সঙ্গে অশ্লীলতা দেখিয়ে নজরে আসেন তানিশা মুখার্জি। তবে সেভাবে বলিউডে ‘কাম ব্যাক’ হয়ে ওঠেনি জনপ্রিয় অভিনেত্রী কাজলের ছোট বোনের। তবে মোটেও সক্রিয়তা কমাননি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নিজের টপলেস ছবি শেয়ার করে আবারও বিতর্কে তানিশা।গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তানিশা লেখেন— ‘যদি নিজের কোনো ভালো কিছু আপনার নজরে না আসে, তবে একটা ভালো আয়না জোগাড় করুন। আমার আয়নার কোনো ব্যাখ্যা দরকার নেই। সুপ্রভাত পৃথিবী।’ছবিতে তানিশাকে দেখা যাচ্ছে ‘টপলেস’ অবস্থায়। স্বাভাবিকভাবেই এমন একটি ছবি পোস্ট করার পরেই হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাকে কুরুচিকর ভাষায় গালাগালি করেন কেউ কেউ। কেউ কেউ একে সস্তা ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও ইঙ্গিত করেছেন।বিশেষ কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তানিশা এমনটা করছেন কিংবা ‘সাইকো’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। পাশাপাশি অনেকেই ‘হট’, ‘সুন্দরী’ লিখেও ইতিবাচক মন্তব্য করেছেন তানিশাকে।
Share this content: