বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদাকে গ্রেফতারের পরোয়ানা আদালতের, আওয়ামী লীগের নয়: নাসিম

এ বি এন এ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। তাই কাউকে গ্রেফতার করার ইচ্ছাও আওয়ামী লীগের নেই। বেগম খালেদা জিয়াকে কেন আমরা গ্রেফতার করতে যাব।’
শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, আদালত স্বাধীন, কোর্ট স্বাধীন। আদালত যদি কাউকে গ্রেফতার করার নির্দেশ দেয় তাহলে আমাদের কী করার আছে, বলেন।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় কনভেনশন উপলক্ষে এই আলোচনা সভা হয়। জাতীয় কনভেনশনের আহ্বায়ক ডা. এ কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা ও বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ কে এম আলাউদ্দিন এতে বক্তব্য দেন।

Share this content:

Related Articles

Back to top button