এবিএনএ : ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের এনগেজমেন্ট পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলিউডের ছোট-বড় তারকারা। একের পর এক ট্র্যাডিশনাল সাজে গাড়ি থেকে নেমে ক্যামেরায় পোজ দেন প্রত্যেকে। আর এর মাঝেই সবার অগোচরে ধরা পড়লেন পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা।গতকাল রোববার পার্টিতে একটি প্যান্ট স্টাইলের শাড়ি পরেছিলেন পরিনীতি। সাদা-কালো এই আউটফিটে বেশ ট্রেন্ডি লাগছিল নায়িকাকে। এই ইউনিক ডিজাইনের শাড়ি পরে প্রথম থেকেই ক্যামেরা সামনে খানিকটা অস্বস্তিতে দেখাচ্ছিল তাকে। গাড়ি থেকে নামার সময়ই বারবার নিজের কোমড়ের বেল্টটা ঠিক করছিলেন। পিঠেও হাত দিয়েছেন কয়েকবার। কোমড়ের ওয়েস্টব্যান্ড নিয়ে নাজেহাল হয়ে পড়েছিলেন এই অভিনেত্রীর। হাঁটতে চলতে গেলেই ওয়েস্টব্যান্ডটা নিচে নেমে যাওয়ায় নিজেকে কোনোভাবে সামলাতে পারছিলেন না তিনি।পরিণীতির এই সমস্যা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বেল্ট ঠিক করে হুক লাগিয়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গেই পাপ্পারাজীদের ক্যামেরায় ধরা পড়ে সেই ক্যানডিড মুহূর্তটি।অসংখ্য ক্যামেরার সামনে সিদ্ধার্থও একটুও ঘাবড়াননি। পরিণীতিকে আলাদা করে সাইডে নিয়ে গিয়েও হুকটি লাগিয়ে দেন তিনি।যদিও ঘটনাটি অনেকেরই চোখে লেগেছে। ইতিমধ্যেই এই অভিনেতার সাহায্যকেও বাঁকা চোখে দেখছে মানুষ। ব্যাপারটাকে বিকৃত করে অনেকেই কমেন্ট করছে। এর আগে ‘হাছি তো ফাছি’ ছবির ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছে তাদের ফ্যানেরা। ছবিতে পরিণীতি ও সিদ্ধার্থের একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেয় এই ঘটনা। সেই দৃশ্যে সিদ্ধার্থ,পরিণীতির ব্লাউজের হুক আটকে দিচ্ছিলেন।