
এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. সিদ্দিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে গত রবিবার রাতে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ খবরে প্রতিদিনই কমিউনিটির সর্বস্তরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে যাচ্ছেন হাসপাতালে । বাংলাদেশ থেকে ড. সিদ্দিকুর রহমানের শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ের খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ফারুক খান , বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড, আবদুস সোবহান গোলাপ । এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বুদ্ধিজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দ নিয়মিত তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর রাখছেন ।এছাড়াও একটি সুত্রে জানা যায় ড. সিদ্দিকুর রহমানের অসুস্থতার খবর মাননীয প্রধানমন্ত্রী কে অবহিত করেছেন ওবায়দুল কাদের ।
ইতিমধ্যে নিউইয়র্কে চিকিৎসাধীন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা , সহকারী কনসাল জেনারেল সাহেদুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সহধর্মিনী শাহানা রহমান জানান, ড. সিদ্দিকুর রহমান গত রবিবার নিউজার্সির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে গত সোমবার গভীর রাতে নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রুপ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শাহানা রহমান আরো জানান, বর্তমানে তিনি উইনথ্রুপ ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক এস. নাইডুর তত্ত্বাবধানে রয়েছেন, ড. সিদ্দিকুর রহমান এক্রিট্রিয়াল ফিবরিলেশনে আক্রান্ত। মঙ্গলবার ভোরে তার এনজিওগ্রাম করা হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ।
ড সিদ্দিকুর রহমানের সুস্থতা কামনা করে তার পরিবার ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী, প্রবাসী বাংলাদেশী, শুভানুধ্যায়ীসহ দল-মত নির্বিশেষে সকলের নিকট দোয়া কামনা করেছেন ।
Share this content: