এ বি এন এ : হোয়াইট হাউজের নিকট মেশিনগান হাতে থাকা এক বন্দুকধারীকে গুলি করে আটক করেছে সিক্রেট সার্ভিস নামক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউজের পাশ থেকে আহত অবস্থায় তাকে আটক করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে এ বি এন এ।
এ সময় প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ছিলেন বলে এ বি এন এ জানিয়েছে। শুক্রবার দুপুরে হোয়াইট হাউজের পশ্চিম পাশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় মেরিল্যান্ডে গলফ খেলায় ছিলেন বলে এ বি এন এর প্রতিবেদনে বলা হয়।
এ বি এন এ জানায়, সিক্রেট সার্ভিসের এক সদস্য ওই নিরাপত্তা চৌকিতে অস্ত্রধারী একজনকে দেখতে পেয়ে অস্ত্র ফেলে দেয়া নির্দেশ দেয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে তাকে কাছ থেকে গুলি করা হয় এবং আহত অবস্থায় আটক করা হয়। হোয়াইট হাইজের নিকটবর্তী ‘ই’ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাস্তাটিতে মানুষের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানানো হয় হোয়াইট হাউজের পক্ষ থেকে।