বিনোদনলিড নিউজ

মেহেদী অনুষ্ঠানে হবু বরের সামনে নাচলেন সোনম (ভিডিও)

এবিএনএ : বিয়েটা কমবেশি সব মেয়ের কাছেই একটা অন্যরকম অনুভূতি। আর সেটা যদি আবার নিজের স্বপ্নের পুরুষের সঙ্গে হয়, তাহলে তো আর কথাই নেই। অনিল কন্যা সোনমের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। রোববার রাতে ছিল সোনমের মেহেদী অনুষ্ঠান। যেখানে কাপুর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও এসেছিল বলিউডের অনেক তারকাই।

রাতে হাতে মেহেদী লাগানো অবস্থাতেই আনন্দে নাচতে দেখা যায় সোনম কাপুরকে। নাচতে নাচতে আবেগে জড়িয়ে ধরে হাবি আনন্দ আহুজাকে। ইতিমধ্যে সামাজিকমাধ্যমে সোনমের মেহেদী অনুষ্ঠানের সেই ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে মেয়ের মেহেদী অনুষ্ঠানে নাচতে দেখা যায় বাবা অনিল কাপুরকেও। আনন্দে মাতে পরিবারের অন্যান্য আত্মীয়রাও।

https://youtu.be/JbBUNQRbDM8?t=7

Share this content:

Related Articles

Back to top button