অর্থ বাণিজ্যবাংলাদেশলিড নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

এবিএনএ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে জানুয়ারিতে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আরাস্তু খান। পদত্যাগ প্রসঙ্গে আরাস্তু খান সাংবাদিকদের জানান, পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারছিলেন না। ইসলামী ব্যাংকে দায়িত্ব পাওয়ার আগে আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
Share this content: