এবিএনএ : ভালোবাসা হচ্ছে একধরনের মায়া, যার প্রভাবে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে। আর নারী তার পছন্দের পুরুষকে শ্রেষ্ঠ মনে করে। নারী-পুরুষ উভয়ই সব সময় এমন একজনকে খুঁজতে থাকে যে তাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসবে। কিন্তু কোনো কারণ ছাড়াই সঙ্গী ভালোবাসছে…কিভাবে বুঝবে সে এমন একজনকে খুঁজে পেয়েছে।সঙ্গীর ভালোবাসা প্রকাশের অনেক লক্ষণ আছে যাতে বোঝা যায় সে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এমন ১০টি লক্ষণ সম্পর্কে জানিয়েছে নারী বিষয়ক ম্যাগাজিন ফেমিনা ডট ইন।
# আপনার সঙ্গে কোনো রসাত্মক সিনেমা দেখতে সঙ্গীকে কখনো জোর করতে হবে না। শুধু একবার তাকে জিজ্ঞেস করুন। আর সিনেমা দেখার জন্য প্রস্তুত হয়ে যান।
# সঙ্গী আপনাকে নিয়ে সত্যিই গর্ববোধ করবে। যখন প্রথমবারের মতো আপনি চা বানাবেন কিংবা কর্মক্ষেত্রে সারাদিন আপনি মিটিং করলেন। তখন সঙ্গী ছাড়া অন্য কেউ আপনাকে নিয়ে গর্ববোধ করবে না।
# কোনো ব্যাপারে উইস করার ক্ষেত্রে সঙ্গী আপনাকে চমক দিতে গোপনে উপহার দেবে না। আপনাকে ভালো কিছু করে দেখাতে হয়তো সে আপনার জন্য রান্নাও করতে পারে।
# সে আপনাকে কখনো বিচার করতে যাবে না। যদি কখনো বলে থাকেন আপনার স্ট্রিট ফুড খেতে ভালো লাগে, স্বাস্থ্যকর না জেনেও সঙ্গী আপনার প্রশংসা করবে।
# সে অফিসের কাজ বাসায় আনবে না। কারণ সে আপনার সঙ্গে অর্থপূর্ণ সময় কাটাতে চায়।# আপনার অনুপস্থিতিতে বন্ধু ও পরিবারের লোকজনকে সে আপনার সম্পর্কে অনেক কিছু বাড়িয়ে বলে।
# আপনি যাকে ভালোবাসেন সে আপনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সত্যিই পছন্দ করে।
# সঙ্গী আপনার জোকস শুনে হাসবে। এমন কি যখন এটার জন্য আপনাকে অন্যরা বাজে কথা বলবে তখনও।
# যখন সঙ্গী আপনার কাছে থাকবে। মনে হবে সে কোনো বাধা বা প্রবঞ্চনা ছাড়া আপনার কাছে সম্পূর্ণরূপে আছে।
# এমনকি কয়েক বছর একসঙ্গে থাকার পরও সঙ্গী আপনার জন্য দরজা খুলে দেওয়া বা বাজারের ব্যাগ বহন করার মতো কাজ করবে।