চলতি মাসেই বিয়ের পিড়িতে বসছেন বিপাশা!

এবিএনএ : টানা দুই বছর চুটিয়ে প্রেম। শেষমেশ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা জুটি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে এরই মধ্যে। ভারতীয় গণমাধ্যমে পাকাপোক্ত খবর, চলতি মাসের ২৯ তারিখেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বলিউডের এই স্টাইলিশ জুটি।
বিপাশার মুম্বাইয়ের বাড়িতে পুরোদস্তুর বাঙালি রেওয়াজে নাকি হতে যাচ্ছে জমকালো এ বিয়ে। ডিএনএর প্রতিবেদন এমনটাই জানাচ্ছে।
২৮ তারিখের মেহেদি অনুষ্ঠান দিয়েই শুরু হবে বিয়ের মূল পর্ব। অতিথির তালিকায় এখন পর্যন্ত নিশ্চিত নাম জানা গেছে শিল্পা শেঠি-রাজ কুন্দ্র দম্পতির। বিপাশার আরেক ঘনিষ্ঠ বন্ধু রকি এস বিয়ের পোশাক সাজানোর দায়িত্ব পেয়েছেন।
বলিউডের বেঙ্গল সেনসেশন বিপাশা বসুর সাবেক প্রেমিকের তালিকা দীর্ঘই বটে। ডিনো মোরিয়া, জন আব্রাহাম, হারমান বাওয়েজা—সব শেষে ‘শেষ’টায় করণ সিং গ্রোভার। ‘অ্যালোন’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন তাঁরা।
করণের অবশ্য গাঁটছড়ার অভিজ্ঞতা এই প্রথম নয়। এর আগে দুটি বিয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর, যেগুলো টেকেনি বলেই এবারে তৃতীয়! প্রথমে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং পরে জেনিফার উইঙ্গেটের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি।
Share this content: