
এবিএনএ : বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনে স্বাধীনতার ডাক দেন। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জণ মহান স্বাধীনতা। ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষনে বাংলার জনগণ স্বাধীনতার সংগ্রামের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষন ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তিনি বুধবার বগুড়ার সোনাতলা উপজেলা রেলগেট বাসষ্ট্যান্ড আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে ৭ই মার্চ উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোহাম্মাদ জিয়াউল করিম শ্যাম্পো এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বুলু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, তাহেরুল ইসলাম তাহের, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জোরগাছা ইউপি চেয়ারম্যান রুস্তম আলী মন্ডল, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শাসছুল হক মাস্টার, দিগদাউর ইউপি আলী তৈয়ব শামীম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ সভাপতি ফিদা হাসান খান টিটো, কৃষকলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর হাসান রতন প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঐচ্ছিক তহবিল থেকে ২৭জনের দরিদ্রর মাঝে ১ লক্ষ টাকা বিতরণ করেন। এর পূর্বে প্রধান অতিথি সোনাতলা পৌর এলাকার খান পাড়া গ্রামে বীরমুক্তিযোদ্ধা মকছুদার রহমান খান এর জানাযায় অংশগ্রহন করেন।
Share this content: