এবিএনএ : ‘চুমু’ কিংবা ‘কিস’ অনেক রোমান্টিক একটা জিনিস। বলতে গেলে প্রিয়জনকে ভালোবাসার অন্যতম মোক্ষম হাতিয়ার। চুমুর মাধ্যমেই সঙ্গীর সঙ্গে নৈকট্য বৃদ্ধি পায়। অনেকের কাছে বিষয়টি আপত্তিকর মনে হলেও সঙ্গীকে চুমু দেওয়ার সাত কারণ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ‘বোল্ডস্কাই’।
১. সম্পর্কের গভীরতা অনুভব করা
চুমুর মাধ্যমে দুজন সঙ্গী একে অপরের খুব কাছে আসার সুযোগ পায়। ফলে একে অপরের ভালোবাসার যে গভীরতা তা অনুভব করা যায়।
২. ভালোবাসা প্রকাশ
সঙ্গীর প্রতি নিজের ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম রয়েছে। তবে চুমুর মাধ্যমে ভালোবাসা প্রকাশ অন্য রকম এক অনুভূতি। চুমুর মুহূর্তটি এমন যেখানে দুজন মানুষেরে একে অপরের প্রতি আন্তারিকতার প্রকাশ ঘটে।
৩. আবেগ বৃদ্ধি পায়
চুমুর মাধ্যমে একে অপরের প্রতি আবেগ বৃদ্ধি পায়। ফলে সম্পর্ক আরও মজবুত হয়।
৪. রোমান্স বৃদ্ধি
আপনি যদি মনে করেন আপনার সম্পর্ক দিন দিন মলিন হয়ে পড়ছে, তাহলে চুমুই পারে সম্পর্ককে আরও মধুর করে তুলতে।
৫. চাপমুক্ত রাখে
দৈনন্দিন জীবনে কমবেশি সকলেই কোনো না কোনো মানসিক বিষণ্নতায় ভোগেন। সঙ্গীকে কাছে এসে চুমু দিলে আপনার মন অন্যদিকে প্রভাবিত হবে। ফলে আপনি মানসিক চাপ মুক্ত থাকবেন।
৬. সম্পর্ক মজবুত করে
চুমু মানে শুধু শারীরিকভাবে কাছে আসা নয়। চুমুর মাধ্যমে দুটো মনেরও মিলন ঘটে।
৭. অনেক সমস্যার সমাধান
আপনার সঙ্গীর সঙ্গে যদি আপনার ঝগড়া কিংবা ভুল বোঝাবুঝি হয় তাহলে তাকে চুমু দিন। কঠিন পরিস্থিতে এই চুমুই পারে সব বিদ্বেষ ভুলিয়ে দিতে।