আমেরিকালিড নিউজ

শিকাগোতে হামলায় পুলিশ কমান্ডার নিহত

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোর কেন্দ্রস্থলে বন্দুক হামলায় পদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে শিকাগোর গুরুত্বপূর্ণ সরকারি ভবন থমসন সেন্টারের নিচতলায় এক ব্যক্তির সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত কমান্ডার পল বাউয়ারকে (৫৩) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভবনটিতে বিভিন্ন সংস্থার কার্যালয় রয়েছে। শিকাগোর পুলিশ প্রধান এডি জনসন জানান, নিরাপত্তা বাহিনীর টহল দল মঙ্গলবার বিকেলের দিকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে। লোকটির কর্মকাণ্ডে সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করলে তিনি কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এ সময় দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। তিনি আরও জানান, সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে জনসন বলেন, ‘আমাদের জন্য আজ একটি কঠিন দিন।’ ইলিনয়ের গভর্নর ব্রুস রনার টুইটারে এক বার্তায় বলেন, ‘আজ থমসন সেন্টারে বন্দুকযুদ্ধে নিহত কর্মকর্তার পরিবার ও সহকর্মীদের প্রতি আমরা শোক ও সমবেদনা জানাচ্ছি।’

Share this content:

Related Articles

Back to top button