বাংলাদেশরাজনীতিলিড নিউজ

রাজনৈতিক নয় বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে: কাদের

এবিএনএ : দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংকট নয় বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে বলে মনে করেন  আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়ায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এ রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট ঘণীভূত হলো না। বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে। তিনি বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? যার আগে সাত বছর দণ্ড হয়েছে। আর এই মামলায় তার ১০ বছর কারাদণ্ড ও ২ কোটি টাকা জরিমানা হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ডের সাজা। রায় ঘোষণার পরপরই বিএনপি নেত্রীকে নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির দেওয়া এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে উল্লেখ করা হয়। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Share this content:

Back to top button