এবিএনএ : অফিসের প্রথম দিন মানেই অন্যরকম। সকলের কাছেই দিনটি গুরুত্বপূর্ণ। তাই প্রথম দিনে অফিসে সকলের সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করুন। নতুন চাকরি, নতুন স্থান, নতুন সহকর্মী- সব মিলিয়ে চাকরির প্রথম দিনটির জন্য একটু বাড়তি প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের। এমন কোনো কাজ করবেন না, যা অফিসে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
অফিসের প্রথম দিন কী করবেন ও কী করবেন না তা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট রিডার্স ডাইজেস্ট।
১. দেরি করবেন না
প্রথম দিন অফিসের নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে আসার চেষ্টা করুন। প্রথম দিনেই যদি দেরি করেন তাহলে বস ও সহকর্মীর কাছে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
২. আগের অফিস নিয়ে কথা বলবেন না
আগের চাকরির সঙ্গে বর্তমান চাকরির পার্থক্য থাকতে পারে। আগের অফিস নিয়ে কথা বললে ভুলবশত অনেক নেতিবাচক কথা বলে ফেলতে পারেন। আপনার বর্তমান সহকর্মীরা বিষয়টিকে ভাল চোখে নাও দেখতে পারে।
৩. নোট রাখুন
অফিসের প্রথম দিনে নতুন সহকর্মীদের সকলের নাম মনে রাখা সম্ভব নয়। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে পারেন। তাই নোট লিখে রাখতে পারেন সবার নাম। এ ছাড়া আপনাকে যেসব কাজ দেওয়া হবে, সেগুলো নোট করে রাখুন। এতে কাজগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
৪. শারীরিক ভঙ্গি ঠিক রাখুন
চাকরির সাক্ষাৎকারের সময় শারীরিক ভঙ্গির গুরুত্বের কথা কারো অজানা নয়। চাকরির প্রথম দিনও এটি সমান গুরুত্বপূর্ণ। প্রথম দিন সকলের সঙ্গে মুখে হাসি রেখে কথা বলুন। গম্ভীর মুখে থাকবেন না। মনে রাখবেন, হাসিখুশি মানুষকে সবাই পছন্দ করে।
৫. ইতিবাচক থাকুন এবং আগ্রহ দেখান
নতুন অফিসে কাজ শুরু করার সময় অবশ্যই সেখানকার নিয়মের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তাই অফিসের নিয়মের প্রতি ইতিবাচক মনোভাব দেখান। সবকিছু নতুন হলেও কাজের প্রতি নিজের আগ্রহ তুলে ধরুন।
৬. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা
অফিসের প্রথম দিন মনের অবস্থা অন্যরকম থাকাটাই স্বাভাবিক। আপনি যদি নার্ভাস হয়ে থাকেন কিংবা, কোনো সমস্যার মুখোমুখি হন তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করবেন না। কেননা আপনার বস কিংবা সহকর্মী তা দেখতে পারলে আপনার প্রতি তাদের নেতিবাচক ধারণা জন্মাতে পারে।