এ বি এন এ : ফ্রান্সের কানে শুরু হয়ে গেল তারকাদের মিলনমেলা। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিতে সেখানে জড়ো হয়েছে হয়ে বিভিন্ন দেশের রুপালি পর্দার তারকারা। বুধবার শুরু হওয়া এই জমকালো আয়োজন চলবে ২২ মে পর্যন্ত।
উৎসবের উদ্বোধন করেন গত আসরের সেরা অভিনেতা ফরাসি তারকা ভিনসেন্ট লান্দন ও মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। এর পরপরই রসিকতা করে ছাতা মাথায় তাদের একপাশে নিয়ে যান উপস্থাপক ফরাসি কমেডিয়ান লঁরা লফে।
এর আগে মঞ্চে হাজির হন এবারের প্রতিযোগিতা বিভাগের নয়জন বিচারক। মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন ডান্সট, ফরাসি পরিচালক ও লেখক আহনু ডিপলিশা, ইরানি নারী প্রযোজক কাতাইয়ু শাহাবি, ডেনমার্কের অভিনেতা ম্যাডস মিকেলসেন, ইতালিয়ান অভিনেত্রী, পরিচালক, লেখক ও প্রযোজক ভ্যালেরিয়া গোলিনো, হাঙ্গেরির পরিচালক ও লেখক লাসলো নেমেস, ফরাসি অভিনেত্রী-গায়িকা ভ্যানেসা প্যারাডিস, কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড।
এবারের আসরের প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত বেশকিছু ছবির অংশবিশেষ দেখেও মুগ্ধ হন অতিথিরা। সবশেষে সদ্যপ্রয়াত সংগীতশিল্পী প্রিন্সের প্রতি সম্মান জানিয়ে তার বিখ্যাত গান ‘পার্পল রেইন’ পরিবেশন করেন কয়েকজন শিল্পী।