আন্তর্জাতিকলিড নিউজ

কাতালান পার্লামেন্ট ভেঙে দিল স্পেন

এবিএনএ : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালান পার্লামেন্টে ভেঙে দিয়েছেন। একইসঙ্গে তিনি আগাম স্থানীয় নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন। শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পরপরই স্প্যানিশ প্রধানমন্ত্রী তার এসব সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাতালোনিয়ায় নজিরবিহীন প্রত্যক্ষ শাসন জারি জরুরি। তিনি কাতালান নেতা কার্লেস পুজেমন ও তার মন্ত্রীসভাকেও বরখাস্ত করেন।
সাংবিধানিক আদালতের রায় উপেক্ষা করে কাতালানের নেতৃবৃন্দ স্বাধীনতার জন্য গণভোটের আয়োজনের পর কেন্দ্রের সঙ্গে তাদের সংকট শুরু হয়। সাংবিধানিক আদালত এ গণভোটকে অবৈধ বলে রায় দেয়।
এদিকে শুক্রবার ১৩৫ আসন বিশিষ্ট কাতালান সংসদে স্বাধীনতা ঘোষণার পক্ষে ৭০টি ভোট পড়ে। ১০জন স্বাধীনতার বিরোধিতা করে এবং দুইজন ভোট দেয়া থেকে বিরত থাকে।কাতালান নেতা কার্লেস পুজেমন শান্তিপূর্ণভাবে এই চেতনা ধরে রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানান। ধারণা করা হচ্ছে, স্পেনের সাংবিধানিক আদালত এই ঘোষণাকে অবৈধ বলে রায় দেবে। কারণ, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সকলে স্পেনের ঐক্যের পক্ষে।

Share this content:

Related Articles

Back to top button