
এবিএনএ : বিদেশি নাগরিকদের জন্য প্রদত্ত রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘অর্ডার অব ফ্রেন্ডশীপ’ পেয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের সরকার দলীয় সদস্য সাবের হোসেন চৌধুরী। গত ১৪ অক্টোবর সেন্ট পিটার্সবুর্গে আইপিইউ’র ১৩৭তম সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে এ পদক প্রদান করেন।
আজ রবিবার জাতীয় সংসদের গণসংযোগ শাখার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ অক্টোবর মস্কোর ক্রেমলিনে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিন স্বাড়্গরিত রাষ্ট্রীয় পদক সংক্রান্ত ৪৭৫ নং প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়, আন্ত:সংসদীয় সম্পর্ক উন্নয়নে বিশাল ভূমিকা রাখার জন্য আইপিইউ’র সঙ্গে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল এসেম্বলির পারস্পারিক সমঝোতা ও সহযোগিতা সূদৃঢ় করতে ভূমিকা রাখার জন্য তাকে এ পদক প্রদান করা হলো। ইতিপূর্বে এই পদক প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়া ইউ, কেন্টাবুরির আর্চ বিশপ রোয়ান উইলিয়ামস, বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনসহ অনেকেই।
জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রথম বাংলাদেশি, যিনি আইপিইউ প্রেসিডেন্ট ও রাশিয়ার রাষ্ট্রীয় এ পদক লাভ করেছেন। পুরস্কার গ্রহণকালে তিনি তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর জনগণ ও যে সকল সংসদ সদস্য একটি উত্তম বিশ্ব বিনির্মাণে কাজ করেছেন তাদের উদ্দেশে পদকটি উত্সর্গ করেন। তিনি ২০১৪ সালে অস্ট্রেলিয়ার স্পিকার ইয়ান বিশপকে ইতিহাসে সর্বোচ্চ ভোটে হারিয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
Share this content: