
এবিএনএ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।
এর আগে শনিবার দ্বিতীয় দিন পুরোপুরি হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। প্রথমে হাশিম আমলা আর ডু প্লেসিসের দাপুটে ব্যাটে রানের পাহাড়। প্রোটিয়া ইনিংসের শেষদিকে তাইজুলের এক ওভারে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ২১ রান নেয়া টাইগার সমর্থকদের কেবল বিষাদই বাড়িয়েছে। তারপর একে একে উইকেট বিলিয়ে দিয়ে প্যাভিলিয়নে আসা ব্যাটসম্যানদের লাইন।
লিটন দাসের কথা বাদ দিলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই টেস্টের মেজাজে ব্যাট করতে পারেননি। যার ফলে মাত্র ১৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
এর আগে স্বাগতিকদের করা চার উইকেটে ৫৭৩ রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬৫ রানে দলের টপঅর্ডারের ছয় ব্যাটসম্যান আউট হয়ে যায়।
পরে লিটন দাস একাই ক্রিজে লড়াই করে যান। কিন্তু ব্যক্তিগত ৭০ রান করা লিটন দাস দলীয় ১৪৩ রানের মাথায় আউট হওয়ার পর আর কেউ উইকেটে টিকে থাকতে পারেনি।
ইনিংসের ৪২.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় মুশফিকবাহিনী। যথারীতি ফলোঅনের লজ্জায় পড়ে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফলোঅনে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
Share this content: