এবিএনএ : শুরু থেকেই হিট বসগিরি সিনেমায় শাকিব খান ও বুবলি অভিনীত ‘দিল দিল দিল’ গান। এক বছরে গানটি ইউটিউবে দুই কোটির বেশি বার দর্শকরা দেখেছেন। যা বাংলাদেশের কোনো গানের সর্বোচ্চ রেকর্ড।
‘দিল দিল দিল’ গানটি ইউটিউবে প্রকাশিত হয় গত বছরের ৪ সেপ্টেম্বর। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গানটি মোট দেখা হয়েছে ২ কোটি ২৩ হাজার বারের বেশি। ‘দিল দিল দিল’ গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। কবির বকুলের কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেন শওকত আলী ইমন। আদিল শেখের কোরিওগ্রাফিতে গানটি থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে। আর বসগিরি সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি।