জাতীয়বাংলাদেশলিড নিউজ

মিয়ানমার সরকার সৃষ্ট মানবিক বিপর্যয় শেষ হতে হবে

এবিএনএ : মিয়ানমারে চলমান রোহিঙ্গা বিরোধী অভিযানের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।তিনি বলেছেন, রাখাইন রাজ্যে সরকারের হামলায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা অচিরেই শেষ হতে হবে। এর জন্য যা যা করণীয় সেক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন দেবে ইন্দোনেশিয়া।
রাত সোয়া ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
তবে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা না বলে একটি স্টেটমেন্ট পড়ে চলে যান। লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সমবেদনা দেখাচ্ছে এবং সহযোগিতা করছে। একে ইন্দোনেশিয়া সমর্থন করে। এর আগে রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সফরে আসেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। এরপর তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের মধ্যে আলোচনা হয়।সফর শেষে আজ রাতেই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা।

Share this content:

Related Articles

Back to top button