বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ষোড়শ সংশোধনীতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা দেয়া হয়েছে -খাদ্যমন্ত্রী

এবিএনএ : দেশের সর্বোচ্চ বিচারালয়ের কাঁধে ভর করে আবারো এক এগারোর মত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা পরিষদের আয়োজিত আলোচনা সভায় তার বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনীতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা দেয়া হয়েছে। ঠিক সেই মূহুর্তে বিএনপি প্রধান বিচারপতি এবং বিচারালয়ের কাঁধে ভর করে রাজনীতি করার চেষ্টা করছে। বর্তমানে বিএনপির প্রিয় পাত্র হয়ে গেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বিএনপি মনে করছে প্রধান বিচারপতি এবং বিচারালয় তাদের রা করবে এবং মতার আসনে বসিয়ে দেবে।
তিনি এয়োও বলেন, বিচারাঙ্গণের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাাৎ করেছেন। কিন্তু এটা নিয়ে বিএনপি এবং তথাকথিত ব্যক্তিরা আজকে যেভাবে কথাবার্তা বলছে তাতে আরও উত্তেজনার সৃষ্টি করছে।
এসময় সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরল আলম রাজীব প্রমূখ।

Share this content:

Related Articles

Back to top button